Cvoice24.com

পতেঙ্গায় মাঝ সাগরে ট্রলারে আগুন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩, ২৭ মে ২০২৩
পতেঙ্গায় মাঝ সাগরে ট্রলারে আগুন

চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্রে অবস্থানরত একটি ট্রলারে  আগুন লেগেছে। ঘটনার পরপরই গাড়ি নিয়ে বের হলেও সাগরের মাঝখানে থাকায় সময়মত ঘটনাস্থলে পৌছাতে পারছে না ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শুক্রবার (২৬ মে) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী ইপিজেড (কেইপিজেড) ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. নাহিদ হোসেন সিভয়েসকে বলেন, খবর পেয়ে রাত ১১টা ২০ মিনিটে আমাদের দুটা ইউনিট স্টেশন থেকে বের হয়। তবে জাহাজটি সাগরের মাঝখানে। তাই আমাদের যন্ত্রপাতি নিয়ে সেখানে যেতে দেরি হচ্ছে। সেখানে আগুনের উত্তাপ আর কালো ধোয়া বেশি বলে জানতে পেরেছি। আমাদের টিম পৌছলে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়