Cvoice24.com

কয়েলের আগুনে দগ্ধ শিশুর পর চলে গেল মা-বোনও

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৮, ২৮ মে ২০২৩
কয়েলের আগুনে দগ্ধ শিশুর পর চলে গেল মা-বোনও

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে পুড়ে দুই বছর বয়সী শিশু মারুফ মারা যাওয়ার দুই ঘণ্টার পর চলে গেলেন তার মা-বোনও। এ নিয়ে আগুনে দগ্ধ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ মে) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক।

তিনি বলেন, ‘রবিবার ভোরে বায়েজিদ থেকে আগুনে দগ্ধ ৪ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সকালে এক শিশু ও দুপুর মা-মেয়ের মৃত্যু হয়। আরেকজন হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।’

এর আগে, রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে বায়েজিদের পূর্ব শহীদ নগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন অগ্নিদ্বগ্ধ হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সকালে এক শিশু ও দুপুরে আরেক শিশুসহ মাও মারা যান।

নিহতরা হলেন— নূর নাহার বেগম (৩০) ও তার দুই বছরের ছেলে মোহাম্মদ মারুফ এবং সাড়ে তিন বছরের মেয়ে ফারিয়া। তারা ওই বাসার মানিক মিয়ার স্ত্রী ও ছেলে-মেয়ে। দুই ছেলে-মেয়েকে নিয়ে শহীদ নগর এলাকার ইব্রাহীমের বাসায় ভাড়া থাকতেন তারা।

এদিকে দগ্ধ ঈমাম উদ্দিন (২৩) নামে এক ব্যক্তি হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়