Cvoice24.com

চট্টগ্রামে অস্ত্র মামলায় দুজনের কারাদণ্ড 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৩, ৭ জুন ২০২৩
চট্টগ্রামে অস্ত্র মামলায় দুজনের কারাদণ্ড 

চট্টগ্রামে অস্ত্র মামলায় দুজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (৭ জুন) অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— দক্ষিণ হালিশহর বন্দরটিলা আলী শাহ পাড়ার  মো.লিয়াকত আলীর ছেলে জিয়া উদ্দীন জিয়া (৪১) ও কুমিল্লার মুরাদনগর দক্ষিণ পাড়ার মৃত মো. সুরুজ বেপারীর ছেলে মো.বেলাল হোসেন (৪৩)।

জানা গেছে, দক্ষিণ হালিশহর বন্দরটিলা জেলে পাড়া থেকে ২০১২ সালের ৫ অক্টোবর দেশিয় তৈরি দোনলা অস্ত্রসহ জিয়া উদ্দীন ও বেলালকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বন্দর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো.কাওচার উদ্দীন চৌধুরী বাদী হয়ে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৩ সালের ২৯ জুলাই আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। 

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আসামিদের মধ্যে জিয়া উদ্দীন আদালতে উপস্থিত ছিলেন, বেলাল পলাতক। আদালত এ মামলায় ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।  

সর্বশেষ

পাঠকপ্রিয়