Cvoice24.com

শনিবার নামছে পতেঙ্গার ভ্রমণ বাস, ‘মুড়ির টিন’ না বানানোর আহ্বান

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৯, ৯ জুন ২০২৩
শনিবার নামছে পতেঙ্গার ভ্রমণ বাস, ‘মুড়ির টিন’ না বানানোর আহ্বান

শনিবার থেকে চট্টগ্রামের পথে পর্যটকদের জন্য নামছে দুটি ভ্রমণ বাস। বাস দুটি টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং ডিসি পার্ক ঘিরে চলবে। ৭০ টাকায় পতেঙ্গা সমুদ্র সৈকত ও ৩০ টাকায় ডিসি পার্ক পর্যন্ত পর্যটক ‘টানবে’ বাস দুটি।

বৃহস্পতিবার জেলা প্রশাসন থেকে আনুষ্ঠানিক ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সরব’ হয়েছেন পর্যটকরা। 

তারা বলছেন, নিয়মিত তদারকি না হলে পর্যটক বাস ‘মুড়ির টিনে’ পরিণত হবে। কেউবা বলছেন, চাহিদা বৃদ্ধি পেলে সেবার নামে উচ্চাহারে ভাড়া আদায় করে যাত্রীদের যেন হয়রানি করা না হয় সেদিকে খেয়াল রাখতে। আবার কেউবা বলছেন, কোটি কোটি টাকার ডেমু ট্রেনের মতো এ পর্যটক বাস যেন বন্ধ হয়ে না যায়।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রাম দেশের অন্যতম পর্যটন সম্ভাবনাময় এলাকা। এখানে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত অন্যতম নান্দনিক ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। চট্টগ্রাম শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকতটির জনপ্রিয়তা পর্যটকদের কাছে দিন দিন বাড়ছে। কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকতে বিকাল এবং সূর্যাস্তের সময় অগণিত পর্যটকের ঢল নামে।’

জেলা প্রশাসক আরও বলেন, এ ছাড়া শহরের ফৌজদারহাটে অবস্থিত জেলা প্রশাসন কর্তৃক নির্মিত দৃষ্টিনন্দন ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ‘ডিসি পার্ক’ দিন দিন ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। পর্যটনপ্রেমী মানুষের পতেঙ্গা সমুদ্র সৈকত এবং ডিসি পার্কে যাতায়াত নির্বিঘ্ন ও সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের সহযোগিতায় এ সার্ভিস চালু করা হবে।’ 

বাস কোথায় চলাচল করবে 

পর্যটন বাস দুটি চট্টগ্রাম শহরের টাইগারপাস থেকে যাত্রা শুরু করে ফৌজদারহাট ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবে। পুনরায় একই রুটে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ডিসি পার্ক হয়ে টাইগারপাস ফিরবে।

কখন চলাচল করবে

সার্ভিসটি প্রতি শুক্রবার তিনটি ট্রিপ যথাক্রমে সকাল ৯টা, বেলা ৩টা ও বিকাল ৪টায় টাইগারপাস থেকে যাত্রা শুরু করবে। 

এ ছাড়া প্রতি শনিবার চারটি ট্রিপ যথাক্রমে সকাল সাড়ে ৯টা, সকাল সাড়ে ১০টা, বেলা ৩টা ও বিকাল ৪টা এবং রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন দুটি ট্রিপ যথাক্রমে বেলা ৩টা ও বিকাল ৪টায় চট্টগ্রামের টাইগারপাস থেকে পতেঙ্গার উদ্দেশ্য যাত্রা শুরু করবে। শুক্রবার তিনটি ট্রিপ যথাক্রমে দুপুর ১২টা, সন্ধ্যা ৭টা ও রাত ৮টা, প্রতি শনিবার চারটি ট্রিপ যথাক্রমে দুপুর ১টা, দুপুর ২টা, সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় পতেঙ্গা থেকে একই রুটে ফিরে আসবে। 

ভাড়া

পর্যটন বাস সার্ভিসে ভ্রমণের জন্য টাইগার পাস থেকে ডিসি পার্ক ৪০ টাকা, ডিসি পার্ক থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত ৩০ টাকা, টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত ৭০ টাকা করে। একইভাবে পতেঙ্গা থেকে ডিসি পার্ক ৩০ টাকা, ডিসি পার্ক থেকে টাইগারপাস ৪০ টাকা, পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে টাইগারপাস ৭০ টাকা টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে।

চাহিদা বাড়লে ভবিষ্যতে বাসের সংখ্যা বৃদ্ধি এবং এসি বাস যোগ করা হবে বলেও সভায় জানানো হয়। 


 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: