Cvoice24.com

হাত-পা বেঁধে ধর্ষণের পর গলাটিপে মারলো শিশুটিকে

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৫, ১৭ সেপ্টেম্বর ২০২৩
হাত-পা বেঁধে ধর্ষণের পর গলাটিপে মারলো শিশুটিকে

ফুফু গিয়ে দেখতে পান শিশুর পরনে প্যান্ট নেই, হাত পা বাঁধা। শিশুটির পাশে বসে আছে ভবঘুরে ছেলেটি। পুলিশ ধারণা করছে, ধর্ষণের পর গলাটিপে হত্যা করা হয়েছে ৭ বছরের শিশু কন্যাটিকে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায়। 

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মৌলভী পুকুর পাড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম সিভয়েসকে বলেন, শিশুটির বাবা পেশায় একজন রিকশাচালক এবং মা গার্মেন্টসে কাজ করেন। বাবা-মা বাইরে থাকায় শিশুটি বাসায় একা থাকতো। আজ সকালেও শিশুটির বাবা-মা কাজে চলে যান। পরে শিশুটির ফুফু ঘরের দরজা বন্ধ করতে গিয়ে দেখতে পান ঘরের মধ্যে এক ভবঘুরে ছেলেকে। একইসঙ্গে শিশুটির হাত-পা বাঁধা এবং পরনের প্যান্ট নেই। ওই ভবঘুরে ছেলেটিকে ধাওয়া করেও স্থানীয় লোকজন তাকে ধরতে পারেনি। 

তিনি আরও বলেন, পরে ওই শিশুকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা ওই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবঘুরে ওই ছেলেটি রেলস্টেশন, ফুটপাতে থাকতো। তবে তার বাড়ি কক্সবাজার বলে জানতে পেরেছি।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়