১৯ বছর লুকিয়ে ছিল যাবজ্জীবনের আসামি
সিভয়েস প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়ার চরতীতে ঘুমন্ত ব্যক্তিকে গুলি করে হত্যার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ওই আসামি হলেন তোফায়েল আহমদ (৪০)। তোফায়েল সাতকানিয়া থানার দক্ষিণ চরতি গ্রামের মৃত নজু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের সাতকানিয়া থানার মাস্টার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম।
তিনি বলেন, ২০০৪ সালের ২৯ মে সাতকানিয়ার চরতি গ্রামে নুরুল আলম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় সাতকানিয়া থানায় দায়ের হওয়া মামলায় চট্টগ্রামের অপরাধ দমন ট্রাইব্যুনাল তোফায়েল আহমদকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।