Cvoice24.com

খাতুনগঞ্জে নিষিদ্ধ পলিথিনের গোডাউন, ৬০ হাজার টাকা জরিমানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৬, ২ অক্টোবর ২০২৩
খাতুনগঞ্জে নিষিদ্ধ পলিথিনের গোডাউন, ৬০ হাজার টাকা জরিমানা

খাতুনগঞ্জে অভিযান চালিয়ে ১৭০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ওসমানিয়া গলির নামে একটি এলাকার দুটি গোডাউন থেকে ১৭০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন  প্রতীক দত্ত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘চাক্তাই খাতুনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওসমানিয়া গলির নামহীন একটি গোডাউন এবং রহমান এন্ড ব্রাদার্সের একটি গোডাউন থেকে ১.৭ টন (১৭০০ কেজি) উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ কারণে দুইটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা পলিথিনের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।’

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মালেক জানান, আমরা পলিথিনমুক্ত নগরী গড়ার জন্য বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়