পুরাতন রেলস্টেশনে চোরাই মোবাইলসহ যুবক ধরা
সিভয়েস প্রতিবেদক

চট্টগ্রাম নগরের পুরাতন রেলস্টেশন এলাকায় পাঁচটি চোরাই মোবাইলসহ এক যুবক পুলিশের হাতে ধরা পড়েছে।
রবিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হারুনুর রশিদ কুমিল্লা জেলার লাকসাম থানার কান্দিরপাড় ইউপির আব্দুল মালেকের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, রবিবার রাতে সাড়ে ১০টায় পুরাতন রেল স্টেশনের উল্টা দিকে যাত্রী ছাউনির সামনে থেকে ৫টি চোরাই মোবাইলসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।