রাস্তা ও ফুটপাত দখলে জরিমানা গুনলো চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল
সিভয়েস প্রতিবেদক

নগরের জিইসি মোড়, গোলপাহাড়, জামালখান এলাকায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এসব এলাকার বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবনসহ রাস্তা ও ফুটপাতের অবৈধ স্থাপনা পরিদর্শন করে উচ্ছেদ করা হয়। এসময় রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখার দায়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধে আরও ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর) চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে রাস্তার উপর জেনারেটর স্থাপনের দায়ে মোহাম্মদীয়া হোটেল এন্ড রেস্টুরেন্টেকে ১০ হাজার টাকা, ফুটপাতে আবর্জনা ফেলার দায়ে বে-ইম্পরিয়াম জুতার শোরুমকে ২ হাজার টাকা, আবদুল হান্নান নামের এক ব্যক্তিকে ১ হাজার টাকা, জামালখান এলাকায় ভবনের আন্ডার গ্রাউন্ডে এডিস মশার লার্ভা পাওয়ায় সানমার স্প্রিং গার্ডেন ওনার্স এসোয়িয়েশনকে ২০ হাজার টাকাসহ ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে গোলপাহাড়ের মোড় রাস্তা ও ফুটপাতের উপর ওয়ারিয়র টাওয়ারের কংক্রিট জব্দ করা হয়।এতে সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম অংশ নেন।