Cvoice24.com

ফটিকছড়িতে পিকআপের ধাক্কায় নারীর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৫, ১৩ নভেম্বর ২০২৩
ফটিকছড়িতে পিকআপের ধাক্কায় নারীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পিকআপের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বারৈয়ারহাটে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি, তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সবজি পরিবহনকারী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ওই নারীকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন. গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু তার আগেই তিনি মারা যান।

নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আদিল মাহামুদ বলেন, নিহত মহিলাটি মানসিক ভারসাম্যহীন বলে জানতে পেরেছি। এখনো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: