চমেকে এবার ধরা সাতকানিয়ার নারী
সিভয়েস প্রতিবেদক
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও এক নারী দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রিতা চৌধুরী (৫৫) নামে ওই নারী দালালকে হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রিতা চৌধুরী সাতকানিয়া উপজেলার পশ্চিম নলুয়া এলাকার বৈদ্য বাড়ির মৃত দেবেন্দ্র লাল চৌধুরীর মেয়ে। তিনি নগরের পাঁচলাইশের বাদুরতলা বড় গ্যারেজ এলাকার জাহাঙ্গীরের ভাড়া ঘরের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে আরও একজন নারী দালালকে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সাপেক্ষে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত ২৭ নভেম্বরও আলো দাশ নামের এক নারী দালালকে গাইনি ওয়ার্ডের বহির্বিভাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ।