উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার
সিভয়েস প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (১০ ডিসেম্বর) নগরের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সরোয়ার উদ্দিন সেলিম (৪৯) মিরসরাই থানার মিঠানালা গ্রামের মৃত তাজুল ইসলামের পুত্র।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামি চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তিনি অবরোধ কর্মসূচী বাস্তবায়নে ৮ নভেম্বর মিরসরাই এলাকায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতা সৃষ্টি করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মিরসরাই, জোরারগঞ্জ, ফেনী সদর মডেল থানা এবং কোতোয়ালী থানায় সরকারী সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ মোট ৯ টি মামলা আছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর