সিসি ক্যামেরা দেখে পিকআপ শনাক্ত, লাইসেন্স নেই ঘাতক চালকের
সিভয়েস২৪ প্রতিবেদক
বায়েজিদে পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ঘাতক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে পিআকপটি।।
শুক্রবার (১ মার্চ) রাত ১১টার দিকে ছিন্নমূল আবাসিক এলাকা থেকে মোহাম্মদ আল আমিন (১৯) নামে ঘাতক ওই চালককে গ্রেপ্তার করা হয়। আল আমিন জঙ্গল ছলিমপুর এলাকার নুরুনবী শাহ মাজারের পাশে বেলালের বাড়ির বাসিন্দা।
পুলিশ জানায়, ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে আরেফিন নগর লিংক রোডের সামনে বেপরোয়া গতিতে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় পিকআপটি। সিএনজি অটোরিকশাটি উল্টে গিয়ে গুরুতর আহত হন এক বৃদ্ধা। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে স্বজনরা তাকে মেরিন সিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা হলে সিসিটিভি ফুটেজ দেখে পিকআপটি শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে ঘাতক চালককে গ্রেপ্তার করা হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা সিভয়েসকে২৪-কে বলেন, গ্রেপ্তার চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। দীর্ঘদিন পালিয়ে বেড়ানোর পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।