ভাটিয়ারীতে ট্রাক-লরি সংঘর্ষ, ভেতরে আটকা চালক
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের ভাটিয়ারীতে ট্রাকের সাথে লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লরি চালকের পা আটকে থাকায় তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভাটিয়ারী বাজারে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষের এক অপারেটর বলেন, ‘আজ সন্ধ্যা ৭টার দিকে আমরা দুর্ঘটনার খবর পাই। ট্রাকের পেছনে লরিটি ধাক্কা দিয়েছে। এতে লরির মধ্যে ড্রাইভার আটকা পড়েছে।’
কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন সিভয়েস২৪-কে বলেন, ‘আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে আছে। রেকার দিয়ে গাড়িটি সরানো হলেও লরির ড্রাইভারের পা এমনভাবে আটকা পড়েছে যে তাকে উদ্ধারে আমাদের বেগ পেতে হচ্ছে। আশা করছি শিগরিগরই তাকে উদ্ধার করা হবে।’
তবে লরি ড্রাইভারের তেমন কোনো ক্ষতি হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।