একদিনে ৯ ফ্লাইট বাতিল চট্টগ্রামে
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বৈরী আবহাওয়ায় সোমবার (২৭ মে) এসব ফ্লাইট বাতিল করা হয় বলে মঙ্গলবার (২৮ মে) তথ্যটি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ।
তিনি জানান, প্রবল ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আঘাত হানার পর সোমবার ভোর পাঁচটা থেকে চালু হওয়া নির্ধারিত নয়টি ফ্লাইট বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়।এগুলোর মধ্যে ঢাকা- চট্টগ্রাম রুটের ইউএস বাংলার ৫টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি এবং এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের ১টি করে ফ্লাইট ছিল।
এর আগে, রবিবার (২৬ মে) আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওই দিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয় এবং পরে তা পরদিন সোমবার ভোর পাঁচটা পর্যন্ত সময় বাড়ানো হয়।