Cvoice24.com

দুদিন পর বন্দরের জেটিতে ভিড়লো জাহাজ

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৩, ২৮ মে ২০২৪
দুদিন পর বন্দরের জেটিতে ভিড়লো জাহাজ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত দুদিন ধরে জাহাজশূন্য থাকা চট্টগ্রাম বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। মঙ্গলবার (২৮ মে) বন্দর জেটিতে ভিড়তে শুরু করেছে জাহাজ।

এর আগে, ২৬ মে প্রবল ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় নিজস্ব অ্যালার্ট-৪ জারির সব ধরনের অপারেশনাল কাজ বন্ধ ঘোষণা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ওই সময় জেটি থেকে ১৯টি জাহাজ গভীর সাগরে ফেরত পাঠানো হয়। একই সাথে বহিঃনোঙরে পণ্য খালাস বন্ধ করে গভীর সাগরে ফেরত পাঠানো হয় ৪৯টি পণ্যবাহী জাহাজ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, দুদিন আগে জেটিতে পণ্য খালাসরত যে ১৯টি জাহাজ গভীর সাগরে পাঠানো হয়েছিলো; সেগুলো একে একে ফেরত আনা হচ্ছে। এখন পর্যন্ত জেটিতে ১১টি জাহাজ ভিড়েছে। কনটেইনার ওঠানামার কাজ শুরু হবে।

বন্দর ইয়ার্ড থেকে কনটেইনার ডেলিভারি কার্যক্রম চলছে। জোয়ার থাকা সাপেক্ষে আরও জাহাজ আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়