Cvoice24.com

বাসে বসে বঙ্গবন্ধু পাঠ

মাহমুদ হাসান, সিভয়েস২৪

প্রকাশিত: ১৬:০৪, ১১ জুন ২০২৪
বাসে বসে বঙ্গবন্ধু পাঠ

লাল-সবুজে রাঙানো বাস। বাইরের স্বচ্ছ কাঁচের জানালার দিকে চোখ পড়তেই দেখা মিলবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধ বিষয়ক নানা বই। ভেতরে তাকে তাকে সাজানো আরো অজস্র বই। আছে মুক্তিযুদ্ধের সময়কার নানা ছবি ও ভিডিওচিত্র।

চট্টগ্রাম নগরের জামালখানে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের বাইরে দাঁড়ানো বঙ্গবন্ধুর জীবন দর্শন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সুসজ্জিত ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি’ এটি। ঢাকা, কুমিল্লা, নোয়াখালীর পর চট্টগ্রামে এসেছে লাইব্রেরিটি।

মঙ্গলবার (১১ জুন) চট্টগ্রাম নগরের বিভিন্ন স্বনামধন্য বিদ্যাপীঠ ও দর্শনীয় স্থানে লাইব্রেরি প্রদর্শন কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। আগামী ৩০ জুন পর্যন্ত বাসটি চট্টগ্রামে থাকবে বলে জানা গেছে।

এ উপলক্ষে সার্কিট হাউজ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘এই ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন নিয়ে প্রকৃত ইতিহাস জানতে পারবে শিক্ষার্থীরা। সে লক্ষ্যেই বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু করা হয়েছে।’

জানতে চাইলে ষষ্ঠ শ্রেণির ক্ষুদে শিক্ষার্থী লাবিবা সিভয়েস২৪কে বলেছে, ‘জীবনের প্রথম এমন ভ্রাম্যমাণ লাইব্রেরিতে বসে বই পড়েছি। বঙ্গবন্ধুর লেখা আমার দেখা নয়াচীন বইটি পড়ে আমি নতুন অনেক কিছু জানতে পেরেছি।’

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন চট্টগ্রাম বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ জুলফিকার আলী বলেন, ‘ভ্রাম্যমাণ লাইব্রেরিতে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার জন্য বঙ্গবন্ধুর শৈশব থেকে শুরু করে তাঁর পুরো জীবনের কীর্তিসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মোট ৭৩০টি বই রয়েছে।’ 
 

সর্বশেষ

পাঠকপ্রিয়