Cvoice24.com

চন্দনাইশে সাংবাদিকের বাসায় চুরি

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৮:১১, ১১ জুন ২০২৪
চন্দনাইশে সাংবাদিকের বাসায় চুরি

চট্টগ্রামের চন্দনাইশে সাংবাদিকের বাড়িতে চুরি হয়েছে। চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আলমের ভাড়া বাসায় আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন।

সোমবার (১০ জুন) সকালে তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে যান। রাত ১১টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার সুলতান ভিলার বাসায় ফিরে চুরির ঘটনা জানতে পারেন। 

সাংবাদিক নুরুল আলম সিভয়েস২৪, দৈনিক দেশ রূপান্তর ও দৈনিক সুপ্রভাতে কাজ করছেন।

তিনি জানান, গত ১০ জুন সকালে পবিবার নিয়ে শ্বশুর বাড়িতে দাওয়াতে যান। সেদিন রাত ১১টার দিকে বাসায় ফিরে দেখতে পান বাসার আলমারির জিনিসপত্র ছড়ানো ছিটানো। ড্রয়ারগুলো বিছানায় ফাঁকা পড়ে আছে। স্বর্ণালংকার ও নগদ টাকার বক্সসহ নিয়ে গেছে চোরেরা।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়