Cvoice24.com

ফটিকছড়িতে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১১, ২০ জুন ২০২৪
ফটিকছড়িতে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মোহাম্মদ রিয়াদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে উপজেলার দাঁতমারা ইউনিয়নের সেলফি রোড়ে এ ঘটনা ঘটে।

রিয়াদ দাঁতমারা বালুটিলা মোহাম্মদপুর এলাকার নুরুল হুদার ছেলে।

জানা গেছে, মোটরসাইকেল নিয়ে সেলফি রোডে ঘুরতে বের হন রিয়াদ। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান

দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজের হোসেনবলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: