Cvoice24.com

চাক্তাইয়ে কারখানা গোডাউনে মিলল নিষিদ্ধ পলিথিন, জরিমানা

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮, ৯ জুলাই ২০২৪
চাক্তাইয়ে কারখানা গোডাউনে মিলল নিষিদ্ধ পলিথিন, জরিমানা

চট্টগ্রাম নগরের চাক্তাইয়ে অভিযান চালিয়ে একটি কারখানা ও একটি গোডাউন থেকে ২ হাজার ৫৬৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার চট্টগ্রাম মেট্রোর দেয়া তথ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুজনকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) নগরের চাক্তাইয়ের ফুলতলা এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন চান্দগাঁও ভূমি সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান।

অভিযান শেষে তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ‘বিসমিল্লাহ পলি ইন্ডাস্ট্রি’ নামক পলিথিন উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারিভাবে অনুমোদিত ৫৫ মাইক্রনের চেয়ে কম পুরুত্বের পলিথিন উৎপাদন করার প্রমাণ পাওয়া গেছে। এজন্য কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে পাশাপাশি আরেকটি জায়গায় নিষিদ্ধ পলিথিনভর্তি আরেকটি গোডাউনের সন্ধান পেলে সেখানে গিয়ে প্রায় ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন পাই। ওগুলোও জব্দ করা হয়েছে। অভিযানে গোডাউনটির মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে জায়গার মালিককে খুঁজে বের করার পর তিনি জায়গাটি কোন এক ব্যক্তিকে ভাড়া দিয়েছেন দাবি করেন। তবে ভাড়া দেওয়ার কোনো প্রমাণ তিনি দেখাতে না পারায় তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।’— বলেন তিনি। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: