চাচার জানাজায় গিয়ে সর্বস্ব হারালেন গৃহবধূ
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বসতঘরের পিছনের গ্রিল ও দরজা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরের দল দরজার তালা কেটে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত আমেনা বেগম।
সোমবার (৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শফি সওদাগরের বাড়িতে চুরির এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ির গৃহিণী আমেনা বেগম বলেন, সোমবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে চাচার মৃত্যুজনিত কারণে স্ব-পরিবারে বসতঘরে তালা লাগিয়ে রাউজানে যাই। পরে আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টার দিকে বাড়িতে এসে দেখতে পাই, ঘরের পিছনের গ্রিল এবং রুমের দরজা ভাঙা। বসতঘরের ভেতরে থাকা একটি ল্যাপটপ (৭০ হাজার টাকা), ৭ ভরি স্বর্ণালংকার (সাড়ে ৭ লাখ টাকা), নগদ ৫০ হাজার টাকা এবং জায়গা-জমির দলিলপত্রসহ জরুরি কাগজপত্র নিয়ে যায় অজ্ঞাত চোরেরা।’ চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন সিভয়েস২৪’কে বলেন, ‘চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্ত করার পাশাপাশি আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।’