কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন
দেওয়ানহাটে অবরোধ, ট্রেন চলছে না
সিভয়েস২৪ প্রতিবেদক
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও এর অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করায় ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম রেলস্টেশন থেকে মহানগর এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার উদ্দেশ্য রওনা হওয়ার কথা ছিল। তবে ট্রেনটি অবরোধের কারণে পাহাড়তলী ডক ইয়ার্ড থেকে স্টেশনের দিকেই আসতে পারেনি।
মহানগর এক্সপ্রেসের ৭শ যাত্রী ভোগান্তিতে...
সরেজমিনে দেখা যায়, মহানগর এক্সপ্রেসের যাত্রীরা ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে আছেন।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যে ট্রেনের বিপর্যয় হয়েছে জানেনই না যাত্রীরা। তারা মনে করছেন, হয়তো অনেক সময় ট্রেন দেরি করে; আজও তেমনটাই করছে৷ পরে প্রতিবেদক কাছ থেকে জানতে পেরে তারা বলেন, শিডিউল বিপর্যয় কারণ তো জানি না। সবাই তো অপেক্ষায় আছে।
পরে অবরোধের কথা জানালে নরসিংদীর যাত্রী তোফাতুল ইসলাম (৬৫) বলেন, দুপুর ১২টা থেকে স্টেশনে এসে বসে আছি। শুধু আমি না, এখানে যারা আছেন সবাই আমার মতো।
তিনি আরও বলেন, গতকাল (মঙ্গলবার) ছেলের বাসায় এসেছি৷ আজ চলে যাওয়ার কথা। তাই অনলাইনে টিকিট কেটে দিয়েছে ছেলে। এখন সোয়া ১টা বাজে; ট্রেন তো আসছে না। ট্রেন কি আর আজ আসবে না.? আর না এলে রেল কর্তৃপক্ষ কি আমাদের টিকিটের টাকা ফেরত দিবে?
@ ট্রেনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা
মো. শাকিল (৩৩)। পেশায় তিনি একজন ব্যবসায়ী। থাকেন চট্টগ্রাম কর্ণফুলী ক্রসিং এলাকায়৷ সেখানেই তাঁর দোকান। জরুরি প্রয়োজনে ঢাকা যেতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, সাড়ে ১১টার দিকে স্টেশনে আসি। তখনই টিকিট নিই। তবে কাউন্টারে শুধু জানিয়েছে আন্দোলন চলছে; দেরি হবে বা শিডিউল বিপর্যয় হবে সেটা বলেননি। এখন ঠিক সময়ে ঢাকা যেতে না পারলে কাজটাও আর হবে না।
এদিকে, শুধু শাকিল বা ৬৫ বছর বয়সী তোফাতুল ইসলাম নন; মহানগর এক্সপ্রেসের সকল যাত্রী অধীর অপেক্ষায় রয়েছেন কখন তাদের ট্রেন আসবেন। আর তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবেন।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর আগে, মানববন্ধন, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাসড়ক অবরোধের মত কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীদের দাবি হলো- সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।