Cvoice24.com

ময়লার ভাগাড়ে মানবভ্রুণ

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৭, ১০ জুলাই ২০২৪
ময়লার ভাগাড়ে মানবভ্রুণ

নগরের বায়েজিদের তুলাতলি এলাকার একটি ময়লার ভাগাড় থেকে মানবভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে ভ্রূণটি উদ্ধার করা হয়। সুরতহাল করার মতো অবস্থায় না থাকায় পরে স্থানীয়দের সহায়তায় মানবভ্রুণটি মাটিচাপা দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, ময়লার ভাগাড় থেকে একটি মানবভ্রূণ উদ্ধার করা হয়। ভ্রুণটির ওজন এক কেজির মতো হবে। সুরতহাল করার মতো অবস্থায় না থাকায় ভ্রুণটি মাটিচাপা দেওয়া হয়। 

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৪ মে পূর্ব নাছিরাবাদ আপন নিবাসের ফটকের সামনে ময়লার ভাগাড় থেকে দুটি মানবভ্রূণ উদ্ধার করা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: