Cvoice24.com

এখনো হাসপাতালে কোটা আন্দোলনে আহত ৯, আইসিইউতে ছাত্রলীগ নেতা

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৬, ১৮ জুলাই ২০২৪
এখনো হাসপাতালে কোটা আন্দোলনে আহত ৯, আইসিইউতে ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম নগরের মুরাদপুর-ষোলশহরে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের ঘটনায় আহত ৯ জন এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। এদের মধ্যে গুরুতর আহত এক ছাত্রলীগ নেতাকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউতে) রাখা হয়েছে। এছাড়া এ ঘটনায় ৭৫ জন রোগী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এসব তথ্য জানান।

আইসিইউতে থাকা ছাত্রলীগ নেতা হলেন, সুদীপ্ত পাল। তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত বাকি ৮ জনের মধ্যে ২০ নম্বর চক্ষু ওয়ার্ডে একজন, ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে দুজন, ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে দুজন এবং ২৬ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে তিনজন ভর্তি রয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা শেষ হলে এবং শারীরিকভাবে ভালো থাকলে তাদের রিলিজ দিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে চট্টগ্রাম নগরে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে সংঘর্ষ চলে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ায় নগরের মুরাদপুর-ষোলশহর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: