Cvoice24.com

লাইভ আপডেট/ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি
সাংবাদিক পুলিশ পথচারীসহ আহত বেড়ে ২১

সিভয়েস২৪ প্রতিবেদক, চমেক হাসপাতাল থেকে

প্রকাশিত: ১৬:০৪, ১৮ জুলাই ২০২৪
সাংবাদিক পুলিশ পথচারীসহ আহত বেড়ে ২১

চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ দুজনসহ আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টার দিকে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ৪টা পর্যন্ত নগরের শাহ আমানত সেতু ও বহদ্দারহাট এলাকায় সংঘর্ষের ঘটনায় তারা আহত হয়েছেন বলে জানা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে সবশেষ পাওয়া খবরে নগরের জিইসি মোড় এলাকায় আন্দোলনকারী এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। অমি নামে ওই শিক্ষার্থীকে দুপুর সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। 

বিকেল সাড়ে তিনটা পর্যন্ত আহতরা হলেন— আরেফিন শুভ, মোহাম্মদ মোরশেদ, সাইদ, শুভ, হিমাদ্রী, মোহাম্মদ মাহিন, মিনহাজুর রহমান, ইসমাইল হোসেন, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ বোরহান উদ্দিন, মোহাম্মদ মামুন, আদনান শরীফ, রাকিব শাহরিয়ার এবং হোসেন সোহরাওয়ার্দী। তাদের মধ্যে হোসেন সোহরাওয়ার্দী ব্যবসায়ী, মোরশেদ রিকশাচালক, হিমাদ্রী ও মোহাম্মদ ইলিয়াছ পথচারী, আদনান শরীফ ডেলিভারি ম্যান বলে জানা গেছে। বাকিরা সবাই শিক্ষার্থী।

বিকেল সাড়ে ৪টার দিকে রুপন মজুমদার, আসাদ বিন ইশকাত এবং শোভন নামে আরও তিনজনকে আনা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কালবেলার চট্টগ্রাম ব্যুরোর ফটো সাংবাদিক মোহাম্মদ সুমন টিঁয়ারসেলের আঘাত পেয়ে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসেন চিকিৎসা নিতে। এছাড়া বহদ্দারহাটে পেশাগত দায়িত্বপালনকালে কালবেলার ব্যুরোচিফ সাইদুল ইসলাম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সাগর হাওলাদার নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়ে চিকিৎসার জন্য আসেন চমেক হাসপাতালে। 

আরও পড়ুন:

সর্বশেষ

পাঠকপ্রিয়

: