Cvoice24.com

কর্মসূচিতে যোগ দিয়েছেন আইনজীবীদের একাংশ
‘উই ওয়ান্ট জাস্টিস’, আদালতপাড়া থমথমে

সিভয়েস২৪ প্রতিবেদক
১১:৫২, ৩১ জুলাই ২০২৪
‘উই ওয়ান্ট জাস্টিস’, আদালতপাড়া থমথমে

চট্টগ্রামে আদালতপাড়ার দোয়েল ভবনের সামনে আইনজীবীদের একাংশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এদিকে, ঠিক তাদের পেছনেই অবস্থান করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফলে, পুরো আদালতপাড়ায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বুধবার (৩১ জুলাই) সকাল ১০টার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রছাত্রীরা জেলা পরিষদ ভবনের সামনে জড়ো হতে থাকেন। 

সরেজমিনে দেখা গেছে, জেলা পরিষদ ভবনের সামনে কিছুক্ষণ অবস্থানের পর আইনজীবীদের একাংশ আদালতপাড়া থেকে মিছিল-স্লোগানসহ বেরিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে আদালত প্রাঙ্গনে প্রবেশ করেন। এ সময় অন্যান্য আইনজীবীরা আদালতে ঢুকতে চাইলেও তাদের মোটরসাইকেল আটকে দেন বিক্ষুব্ধরা।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, ‘আমি সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের প্রতিবাদের ভাষা হবে মুখে, হাতে নয়। আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে বলেছি, এখানে কোনো নৈরাজ্য সৃষ্টি হবে না।’

এদিকে, আইনজীবী এবং ছাত্রদের পাশাপাশিই অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য। তারা সতর্ক অবস্থানে রয়েছেন। 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর