Cvoice24.com

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন
কর্ণফুলী সাগরিকা নাজিরহাটের ট্রেন চলবে বৃহস্পতিবার

সিভয়েস২৪ প্রতিবেদক
১৯:৩০, ৩১ জুলাই ২০২৪
কর্ণফুলী সাগরিকা নাজিরহাটের ট্রেন চলবে বৃহস্পতিবার

কোটা আন্দোলন ঘিরে সহিংসতার জেরে বন্ধ থাকার পর স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তিনটি কমিউটার ছেড়ে যাবে। এরমধ্যে চট্টগ্রাম-ঢাকা রেলপথে কর্ণফুলী কমিউটার, চট্টগ্রাম-চাঁদপুর রেলপথের সাগরিকা কমিউটার এবং চট্টগ্রামের আন্তজেলা নাজিরহাট কমিউটার। 

বুধবার (৩১ জুলাই) বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের মহাপরিচালক দপ্তরের একটি বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। 
 
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে উপ ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, কারফিউ শিথিলকালীন স্বল্প দূরত্বের ট্রেনগুলো চালানোর সিদ্ধান্ত হয়েছে। এখনই দূরের যাত্রার ট্রেনগুলো চলাচল করবে না। 

উল্লেখ্য, কোটা আন্দোলনে দেশব্যাপী সহিংসতায় রেলওয়ে কর্তৃপক্ষের তেমন কোনো ক্ষতি হয়নি। তবে সম্ভাব্য ক্ষয়-ক্ষতি কমাতে ১৮ জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ১৯ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত অগ্রিম বিক্রি হওয়া সব টিকিটের অর্থ ফেরত দেয় রেল কর্তৃপক্ষ।