চট্টগ্রামে বাড়েনি কারফিউ শিথিলের সময়, ফের ১০টা
সিভয়েস২৪ প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার জেরে কারফিউ চট্টগ্রামে শিথিলের সময় বাড়েনি। বৃহস্পতিবারও ১৬ ঘণ্টা শিথিল থাকছে কারফিউ। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ ।
বুধবার (৩১ জুলাই) রাতে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ এবং জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমুন নবী এ তথ্য জানান।
কাজী মো. তারেক আজিজ জানান, চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় শিথিলের সময় আরও এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে রবিবার সকাল ৬টা থেকে রাত ৯টা এবং সোমবার এক ঘণ্টা বাড়িয়ে ১০টা পর্যন্ত অর্থাৎ ১৬ ঘণ্টা শিথিল করা হয় কারফিউ।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া আন্দোলন ১৫ জুলাই সহিংস হয়ে ওঠে। সেই থেকে ২১ জুলাই পর্যন্ত আন্দোলনে নজিরবিহীন সহিংসতার মধ্যে অনেক মানুষ হতাহত হয়। গত ১৮ জুলাই শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের প্রাণহানি এবং একের পর এক রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হয়।
পরের দিন ১৯ জুলাইও সহিংসতা এবং প্রাণহানি চলতে থাকলে সেদিন মধ্যরাত থেকে কারফিউ জারি করে সরকার, সারা দেশে মোতায়েন করা হয় সেনা সদস্যদের। পরদিন দুই ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর