Cvoice24.com

খুলশীতে বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার, তিনদিন পর জানাজানি

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৫:২২, ১ আগস্ট ২০২৪
খুলশীতে বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার, তিনদিন পর জানাজানি

চট্টগ্রামের খুলশী থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে অরুণা দা সিলভা (৫৩) নামে এক শ্রীলঙ্কান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ‘স্বাভাবিক মৃত্যুর ঘটনা।

গত মঙ্গলবার (২৭ জুলাই) সকালে সানমার স্প্রিন ভিলা নামক একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হলেও বিষয়টি জানাজানি হয় গতকাল বুধবার।

অরুণা দা সিলভা (৫৩) এশিয়ান গ্রুপে কোয়ালিটি ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

নিহতের সহকর্মী নিকোলাস বিশ্বাস জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৭টায় সিলভা ঘুম থেকে উঠে গৃহকর্মীকে ফোন দিয়ে বলেন তাড়াতাড়ি আসতে। গৃহকর্মী বাসায় আসার পর তাকে এক কাপ চা বানিয়ে দিতে বলেন সিলভা। তারপর তিনি ওয়াশরুম থেকে বের হয়ে বেডরুমে শুয়ে পড়েন। ১৫ মিনিট পর গৃহকর্মী চা নিয়ে বেডরুমে প্রবেশ করে দেখেন, শ্রীলঙ্কান ওই নাগরিক বিছানায় শোয়া। ডাকাডাকির পরও নড়াচড়া করছিলেন না। 

তারপর তাঁর পায়ে হাত দিয়ে দেখেন, শরীর একেবারে ঠান্ডা হয়ে আছে। গৃহকর্মী নিচ থেকে সিলভার গাড়িচালককে নিয়ে আসেন। গাড়িচালক পাশের একটি ফার্মেসি থেকে একজনকে নিয়ে এসে চেক করান। তিনি জানান, সিলভা মারা গেছেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জটিল কিছু পাওয়া যায়নি। তাদের কাছে নরমাল ডেথ মনে হয়েছে। তার পরও এটির ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: