আসকারদীঘি পাড়ে পাহাড় কেটে ১৭ তলা ভবন
সিডিএর কেউ জড়িত থাকলে ব্যবস্থা : ইউনূস
সিভয়েস২৪ প্রতিবেদক

পাহাড় কেটে ভবন নির্মাণের সঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনূস। নগরের আসকরদীঘি পাড়ে পাহাড় কেটে ১৭ তলা ভবন নির্মাণের প্রতিবাদে সিডিএ কার্যালয় ঘেরাও ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে বাংলাদেশ পরিবেশ ফোরাম ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি। এ সময় সিডিএ চেয়ারম্যান তাদের এ আশ্বাস দেন।
সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনূছ বলেন, পাহাড় কাটা মানবজাতির সাথে শত্রুতার সমান। আল্লাহ প্রদত্ত এই প্রাকৃতিক সম্পদ নষ্ট করতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ শক্ত হাতে দমন করতে কখনো পিছপা হবে না। প্রয়োজনে আমাদের কোন কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পাহাড় কেটে নির্মিত ওই ভবনের নকশা বাতিলের দাবিতে তিনি বলেন, এখন যদি তাদের প্ল্যান বাতিল করে দিই, তাহলে হাইকোর্টে গিয়ে আমাদের নিষেধাজ্ঞা নিয়ে আসবে। সেই সুযোগ আমি দিবো না। এরমধ্যে মোবাইল কোর্ট পাঠিয়ে তাদের টিনের ঘেরা তুলে দিবো। পাহাড় কাটার বিষয়ে নজরদারিতে রেখে প্রয়োজনে মামলা করা হবে। তবে সেক্ষেত্রে পরিবেশে অধিদপ্তরের সহযোগিতা লাগবে।
এদিকে বাংলাদেশ পরিবেশ ফোরাম চট্টগ্রামের সমন্বয়ক অলিউর রহমান রুশাই বলেন, ‘২০১১ সাল থেকে চট্টগ্রামে পাহাড় কাটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। এরপর ২০১৫ সালে আদালতের রায় অমান্য করে পরিবেশ ধ্বংসকারী দলের লোকজন পাহাড় কাটা কাজ চালিয়ে যাচ্ছে। চট্টগ্রামে বর্ষাকালে মানেই আতঙ্ক। কিন্তু এমন হওয়ার কথা ছিল না। আর এভাবে পাহাড়, গাছপালা কাটা বন্ধ না হলে আগামীতে চট্টগ্রাম একটি মরুভূমি দেশে পরিণত হবে।’
প্রসঙ্গত নগরের আসকারদিঘি পাড় এলাকায় এসএস খালেদ রোডে গ্রিনলেজ ব্যাংক পাহাড় কেটে ১৭ তলার তিনটি ভবন নির্মাণ করছে ‘স্বপ্নীল ফ্যামিলি ওনার্স’ নামের একটি ভবন নির্মাতা প্রতিষ্ঠান। পরিবেশ ছাড়পত্রের অনুমতি ছাড়া কাটা হয়েছিল ২৮ হাজার বর্গফুট পাহাড়। ১ জুন ২০২০ সালে ২৮ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপপরিচালক মিয়া মাহমুদুল হক। অভিযানে পাহাড়ের কাটা অংশ আগের অবস্থায় ভরাট করতে তাদের নির্দেশ দেওয়া হয়। তবে একই বছর ৭ মার্চ ভবন নির্মাণের জন্য নগর উন্নয়ন কমিটির অনুমোদন পায়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর