Cvoice24.com

শেষ হলো ‘ছাত্র-জনতার’ গণমিছিল

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৭, ২ আগস্ট ২০২৪
শেষ হলো ‘ছাত্র-জনতার’ গণমিছিল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছাত্র-জনতার গণমিছিল বিক্ষোভ শেষ হয়েছে। প্রায় চার ঘণ্টা পর শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কর্মসূচি সমাপ্তির ঘোষণা দেন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। এর আগে দুপুরে জুমার নামাজ শেষে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে গণমিছিল শুরু করেন আন্দোলকারীরা। লালদীঘি, রাইফেল ক্লাব হয়ে নিউমার্কেট কিছুক্ষণ অবস্থান করে তারা ফের টাইগারপাসে বিক্ষোভ করেন। সেখান থেকে লালখান বাজার হয়ে দামপাড়া পুলিশ লাইন্সের মুক্তিযুদ্ধ জাদুঘর, ওয়াসা মোড়ে পুলিশের সাজোয়া যান ও পুলিশ বক্সে হামলা চালানো হয়। ওয়াসা মোড়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে  বাধা দেয়ার অভিযোগ ওঠে। পরে জিইসি, দুই নম্বর গেট, মুরাদপুর হয়ে বহদ্দারহাট এলাকায় গিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। 

ফেসবুকে ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি সফল। আমরা আজকের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি। সবাই নিরাপদে নিজ নিজ অবস্থানে মুভ করুন। শীঘ্রই পরবর্তী কর্মসূচীর ঘোষণা আসছে।’ 

এ সময় তিনি সকলের কাছে পরবর্তীতে কি কর্মসূচি চান তা মন্তব্য করার আহবান জানান।

প্রসঙ্গত, শুক্রবার (২ আগস্ট) দুপুর দেড়টা থেকে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে আন্দোলনকারীরা শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিক, অভিভাবকসহ চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গণমিছিল নিয়ে যায় নিউমার্কেট এলাকায়। সেখানে আনুমানিক ১৫ মিনিট অবস্থান করার পর তারা টাইগারপাস গিয়ে প্রায় আধাঘণ্টা অবস্থান করে। এরপর তারা জিইসি মোড় হয়ে বহদ্দারহাট এলাকায় গিয়ে তাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: