সিএমপির মুক্তিযুদ্ধ জাদুঘরেও হামলা
সিভয়েস২৪ প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অনুষ্ঠিত গণমিছিল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মুক্তিযুদ্ধ জাদুঘর নামফলক, দুই পুলিশ বক্স ও সাজোয়া যানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ।
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিভয়েস২৪’কে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, ‘আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় প্রথমে ওয়াসার মোড় এলাকায় পুলিশের সাজোয়া যানে হামলা চালায়। সাজোয়া যানে ক্ষতি করার পর তারা ওয়াসা মোড় পুলিশ বক্স ভাঙচুর করে। এরপর তারা দামপাড়া হয়ে জিইসি মোড় যাওয়ার পথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরের নামফলক ভেঙে দেয়। নামফলক ভেঙে তারা জিইসি মোড় এলাকায় গিয়ে সেখানের পুলিশ বক্স ভেঙে দেয়। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’