বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন টিম
চট্টগ্রামের নেতৃত্বে ফের রাসেল-রাফি
সিভয়েস২৪ প্রতিবেদক
নতুন সমন্বয়ক টিম ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ১৫৮ জনের এ টিমে সমন্বয়ক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন রাসেল আহমেদ এবং সহ-সমন্বয়ক হিসেবে খান তালাত মাহমুদ রাফি।
শনিবার (৩ আগস্ট) সকালে সংগঠন কর্তৃক পরিচালিত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে নতুন সমন্বয়ক রিফাত রশিদ এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। আন্দোলনের সুবিধার্থে সামনের দিনে সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে সমন্বয়ক টিম বর্ধিত করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
একটি সূত্র বলছে, ইতোপূর্বে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পাওয়া অনেক সমন্বয়ককে বাদ দিয়ে নতুন করে অনেককে যুক্ত করা হতে পারে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ জানিয়েছিলেন সমন্বয়ক টিমে পরিবর্তন আসছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, গণহত্যায় দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো।'
আরও পড়ুন :
- পরিবর্তন আসছে চট্টগ্রামের সমন্বয়ক টিমে
- বীর মুক্তিযোদ্ধার ‘বীর’ নাতির কাণ্ড!
- ছাত্রলীগেরই ‘মানুষ’ কোটাবিরোধী নেতা রাসেল