Cvoice24.com

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন
মিছিল নিয়ে এগুচ্ছেন আন্দোলনকারীরা

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৭, ৩ আগস্ট ২০২৪
মিছিল নিয়ে এগুচ্ছেন আন্দোলনকারীরা

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে দুই ঘণ্টারও বেশি সময় অবস্থান করে টাইগারপাস অভিমুখে রয়েছেন আন্দোলনকারীরা। শনিবার (৩ আগস্ট) বিকেল ৫টার কিছু সময় পর মিছিল নিয়ে টাইগার পাস অভিমুখে অগ্রসর হন তারা। সবশেষ খবর পাওয়া পর্যন্ত মিছিলটি লালখান বাজার অতিক্রম করে ওয়াসা অভিমুখী। তবে কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

পুলিশ বলছে, পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলার কোনো অবনতি ঘটলে তখনই ব্যবস্থা।

এর আগে দুপুর ২টা থেকে নিউমার্কেট মোড়, কোতোয়ালী, রিয়াজউদ্দিন বাজার, স্টেশন রোড, জুবিলী রোড এবং সিটি কলেজ অভিমুখী সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। এতে নিউমার্কেট অভিমুখী ব্যস্ত চার সড়কেই যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, কোতোয়ালী, রাইফেল ক্লাব, সিটি কলেজ, স্টেশন রোড সড়ক দিয়ে মিছিল নিয়ে আন্দোলনকারীরা নিউমার্কেট এলাকায় জড়ো হন। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বউত দিন হাইয়ো আর ন হাইয়ো’সহ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নানান স্লোগান দেন। তাদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সেখানে জমায়েত হয়ে হাততালি দেন। আসরের আযানের পর রাস্তায় কাগজ বিছিয়ে তাদের কয়েকজনকে এককাতারে নামাজ পড়তেও দেখা গেছে। এছাড়া কোতোয়ালী মোড় এলাকায় বাঁশ বেঁধে ব্যারিকেডও দিয়েছেন কেউ কেউ। ৫টার কিছু সময় পর তারা মিছিল নিয়ে টাইগার পাসের দিকে অগ্রসর হন। 

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ সিভয়েস২৪’কে বলেন, ‘পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে ব্যবস্থা।’


 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: