Cvoice24.com

এক লাখ গাছ লাগানোর উদ্যোগ সিডিএর

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৮:০২, ৩ আগস্ট ২০২৪
এক লাখ গাছ লাগানোর উদ্যোগ সিডিএর

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ বিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান প্রকৃতির কথা চিন্তা করে খুব সুন্দরভাবে প্রাচীন নগরীকে সাজাতে চান। তাই তিনি কর্ণফুলী নদীর তীর ঘেঁষে নতুন ব্রিজ থেকে কালুরঘাটসহ নগরের নানা প্রান্তে এক লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন।’ 

শনিবার (৩ আগস্ট) সকাল ১১টায় কালুরঘাট-চাক্তাই ৪ লেন সড়ক নির্মাণ প্রকল্প এলাকায় এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। 

ড. অনুপম সেন বলেন, ‘চট্টগ্রাম শুধুমাত্র বাংলাদেশের নয় বিশ্বের প্রাচীনতম বন্দর নগরী। তখন এই নগরীতে অসংখ্য মাঠ, পুকুর, হরেক রকমের গাছপালা ছিল। এখন এগুলো হারিয়ে যাচ্ছে। তিনি স্থপতি ও নগর পরিকল্পনাবিদ সবাইকে প্রাকৃতিক বিষয়টি মাথায় নিয়ে সব পরিকল্পনা করতে অনুরোধ জানান।’ 

সভাপতির বক্তব্যে সিডিএ'র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, ‘নতুন ব্রিজ থেকে কালুরঘাট পর্যন্ত এ সড়কের দুপাশে ফুল, ফল ও ঔষুধি গাছ লাগানো হবে। যেখানে নানা রঙের ফুল ফুটবে। আমরা পর্যায়ক্রমে এই এক লাখ গাছ আমাদের চলমান প্রকল্প এলাকায় লাগাবো।’

চট্টগ্রাম নগরকে বাসযোগ্য করে গড়ে তুলতে সকলে সহযোগিতা কামনা করেন তিনি।

সিডিএর সিস্টেম এনালিস্ট মো. মোস্তফা জামালের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বোর্ড মেম্বার জসিম উদ্দিন শাহ, স্থপতি আশিক ইমরান, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস্, প্রকল্প পরিচালক রাজীব দাশ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাবিবুর রহমান এবং সিডিএর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: