Cvoice24.com

চট্টগ্রামে কোটা আন্দোলন
পুলিশ বক্স ভাঙচুর, এমপি বাচ্চুর অফিসে আগুন

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৬, ৩ আগস্ট ২০২৪
পুলিশ বক্স ভাঙচুর, এমপি বাচ্চুর অফিসে আগুন

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে নগরের টাইগারপাসে পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া ওয়াসা এলাকায় স্থানীয় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেয় আন্দোলনকারীরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টা থেকে নগরের নিউমার্কেট মোড়ে দুই ঘণ্টা অবস্থানের পর বিকেল ৫টার কিছু সময় পর মিছিল নিয়ে টাইগারপাসের দিকে অগ্রসর হন আন্দোলনকারীরা। টাইগারপাস মোড়ে পৌঁছে মিছিল থেকে একটি অংশ গিয়ে সেখানকার পুলিশ বক্স ভাঙচুর করে। তবে ওই সময় সেখানে কোনো পুলিশ সদস্য ছিলেন না। কর্মসূচি ঘিরেও পুলিশের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসে অগ্নিসংযোগে পুড়ে ছাই হওয়া আসবাবপত্র

পরে তারা মিছিল নিয়ে লালখান বাজার হয়ে ওয়াসার দিকে অগ্রসর হন। যেতে যেতে ফ্লাইওভাবের দেয়ালে, পিলারে, দোকানের সাঁটারে লাল কোলো রঙে নানা স্লোগান লিখে দেন। মিছিল থেকে নগরের ওয়াসা মোড় এলাকায় পেট্রোল পাম্পের পাশে স্থানীয় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসে অগ্নিসংযোগ করা হয়। অফিসটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি প্রধান নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করেছিলেন। বর্তমানে তিনি সেখানে মাঝে মাঝে নেতাকর্মীদের নিয়ে বসেন।

এ বিষয়ে নগর পুলিশের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজকে ফোন করা হলে তিনি সাড়া দেননি।

এর আগে সিভয়েস২৪’কে তারেক আজিজ পুলিশের সতর্ক অবস্থানের কথা জানিয়েছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন।

সিভয়েস/আরআর

আরও পড়ুন:

সর্বশেষ

পাঠকপ্রিয়

: