Cvoice24.com

ওসি কবিরুল খুলশীতে, পতেঙ্গায় কাউন্টার টেরোরিজমের মাহফুজ

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৭, ৩ আগস্ট ২০২৪
ওসি কবিরুল খুলশীতে, পতেঙ্গায় কাউন্টার টেরোরিজমের মাহফুজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলামকে খুলশীতে পদায়ন করা হয়েছে। পতেঙ্গা থানায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক (প্রশাসন) মো. মাহফুজুর রহমান।

শনিবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ সিভয়েস২৪’কে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বর্তমান পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলামকে খুলশী থানায় বদলি করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক (প্রশাসন) মো. মাহফুজুর রহমানকে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।’

এর আগে ৩০ জুলাই পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মুহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত উল্যাহকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: