Cvoice24.com

এক গুলিবিদ্ধের মৃত্যু, চমেক হাসপাতাল থেকে ৮ জনকে ছিনতাই
একইস্থানে কর্মসূচি : থমথমে নগর, সতর্ক পুলিশ

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫৩, ৪ আগস্ট ২০২৪
একইস্থানে কর্মসূচি : থমথমে নগর, সতর্ক পুলিশ

নিউমার্কেট মোড়, সকাল ১১টায় তোলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষামন্ত্রীর বাসভবন, এমপি মহিউদ্দিন বাচ্চু ও মেয়রের বাসভবনে হামলার ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে নগরজুড়ে। বহদ্দারহাটে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এক কনস্টেবলকে তুলে নিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে ওয়াকিটকি ও মোবাইল। পরে আবার ওই কনস্টেবলকে ছেড়ে ফেরত দেওয়া হয় সব। 

শনিবার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। একইসময়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রের বাসভবনে হামলার সময় গুলিবিদ্ধ হয়ে এক যুবক মারা গেছেন। বেসরকারি পার্কভিউ হাসপাতালে শহীদুল ইসলাম শহীদ নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। 

যদিও পুলিশ বলছে, তারা কোনো গুলি ছোঁড়েননি। শহীদ নগরের চকবাজারের রসুলবাগ এলাকার বাসিন্দা। পরিবার বলছে, তার নির্দিষ্ট কোনো পেশা নেই। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পার্ক ভিউ হাসপাতালের মহাব্যবস্থাপক জিয়াউর রহমান।

জানা গেছে, রাত আটটার দিকে একদল লোক সিটি মেয়রের বাসায় হামলার চেষ্টা করে। এ সময় বাসার মূল ফটক ভাঙার চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। তখন অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। 

তাদের মধ্যে মো. শহীদও ছিলেন। তাকে গুরুতর আহত অবস্থায় নগরের বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর মারা যান তিনি।

শহীদের মা শামসুন্নাহার বেগম বলেন, শহীদ নির্দিষ্ট কিছু করে না। যখন যা পায় তাই করে সংসার চালায়। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, ‘রাতে সিটি মেয়রের বাসায় একদল লোক হামলার চেষ্টা করে। ওই সময় বাসায় ছিলেন সিটি মেয়র। হামলাকারীরা গুলিও ছোড়ে। তখন দায়িত্বরত পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে বলে শুনেছি।’

এদিকে রবিবার (৪ আগস্ট) নগরের নিউমার্কেট চত্বরে সকাল ১১টায় অসহযোগ আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসময়ে সেখানে গণজমায়েতের কর্মসূচি দিয়েছে নগর আওয়ামী লীগ। 

পুলিশ বলছে, যে কোন ধরনের  সংঘাত এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। তবে সূত্র বলছে, সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি হতে পারে কর্মসূচিস্থলে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ সিভয়েস২৪-কে বলেন, 'যেকোনো প্রকার সংঘাত এড়ানোর জন্য নগর পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। রাষ্ট্রীয় সম্পত্তি ও জনগণের জান-মালের নিরাপত্তায় কোনো হুমকি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিবে।'

সর্বশেষ

পাঠকপ্রিয়

: