Cvoice24.com

সরেজমিন : চমেক হাসপাতাল
কারো বুকে কারো মাথায় কোপ, কারো গায়ে গুলি

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২, ৪ আগস্ট ২০২৪
কারো বুকে কারো মাথায় কোপ, কারো গায়ে গুলি

কারো বুকে, কারো মাথায় কোপ। কেউবা হাতে, পায়ে গুলিবিদ্ধ। এভাবে একে একে আহত বাড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ৫০ জন এসেছেন নগরের নিউমার্কেট ও এর আশপাশের এলাকায় আহত হয়ে। 

রবিবার (৪ আগস্ট) নগরের নিউমার্কেট এলাকায় পুলিশ ও সরকারিদলের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এই সংঘর্ষ নগরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। সকাল এগারটার পর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসতে থাকেন আহতরা।

ভোলার চরফ্যাশনের মো. ইসমাইল চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় একটি দোকানের কর্মচারী। তিনি বলেন, ‘বাসা থেকে নাস্তা করতে নিচে নেমেছিলাম। হঠাৎ গণ্ডগোলের মধ্যে পড়ে গেছি।’

হকার মার্কেটের ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, ‘দোকানে যাওয়ার পথে একদল যুবক আমার ওপর হামলা করে। হামলায় আমার মাথা ফেটেছে।’

এদিকে, চমেক হাসপাতালে ভর্তিদের মধ্যে অধিকাংশ গুলিবিদ্ধ। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া অনেকের মাথা শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের শরীরে বেধড়ক পেটানোর চিহ্নও রয়েছে।

হাসপাতালের ভর্তি হওয়াদের মধ্যে কয়েজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মো. আলাউদ্দিন(২৬), সোহরাব হোসেন(২২), ফয়সাল(২৫), আশরাফুল (৩০), জাহাঙ্গীর (২৬), সৌরভ(২২), মনির(২২), চিশতী(২৮), তাহমিন(১৯), শান্ত ইসলাম(২২), মাঈনউদ্দিন(২৪), কাওছার হোসেন(২৪), মোঃমারফ(২৭), মাহবুব হোসেন(২৪), এহসান উল্যাহ(২৮), মোঃশাহীন(২৬), শাহীন(২৪), আদিল(২৫), শাকিব উদ্দিন(২৩), রিদোয়ান(২৪), সাকিব উদ্দিন(২৩), ফারুক(২০), জয়নাল আবেদীন, সাজিদুল হক ও আইনজীবী এস এম আবু তাহেরসহ আরও অনেকে। তাৎক্ষণিকভাবে বাকি হতাহতের নাম জানা সম্ভব হয়নি।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: