Cvoice24.com

নিউমার্কেট এলাকা ফের আন্দোলনকারীদের দখলে
গুলির মুখে এবার ছত্রভঙ্গ সরকারিদল

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫০, ৪ আগস্ট ২০২৪
গুলির মুখে এবার ছত্রভঙ্গ সরকারিদল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবিতে রবিবারের ‘অসহযোগ আন্দোলন’ কর্মসূচি চট্টগ্রামে ‘সমাপ্ত’ ঘোষণা করা হলেও  নগরের নিউমার্কেট চত্বরে ফের আন্দোলনকারীদের একাংশ অবস্থান নিয়েছেন। এর আগে সেখানে আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতার মুখে অবস্থান নেওয়া সরকারদলীয় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সরকারদলীয় নেতাকর্মীরা পিছু হটার আগে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

রবিবার (৪ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরো নিউমার্কেট চত্বর আন্দোলনকারীদের দখলে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীদের সাথে সরকারদলীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ গিয়ে টিয়ারশেল, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর সেখানে সরকারদলীয় নেতাকর্মীরা অবস্থান নেন। টানা ৬ ঘণ্টা সেখানে তারা অবস্থান নেওয়ার এক পর্যায়ে বিকেল ৫টার দিকে হঠাৎ গুলির শব্দ শোনা যায়।

প্রত্যক্ষদর্শী একজন সিভয়েস২৪’কে বলেন, ‘গোলাগুলির শব্দের পরেই সরকারদলীয় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান এবং বিভিন্ন দিকে ছোটাছুটি করতে থাকেন। ওই সময় সাজোয়া যানসহ সেখানে সেনাবাহিনীর উপস্থিতি দেখা যায়। একপর্যায়ে সেখানে জমায়েত হতে থাকে আন্দোলনকারীদের একাংশ।’

শেষ খবর পাওয়া পর্যন্ত নিউমার্কেটের আশেপাশের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন সরকারদলীয় নেতাকর্মীরা। এদিকে, নিউমার্কেট চত্বরে আছে আন্দোলনকারীরাও। সেখানে টহল দিচ্ছে সেনাবাহিনী।

এ প্রসঙ্গে জানতে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।

এর আগে, বিকেল ৪টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন কর্মসূচি ‘সমাপ্ত’ ঘোষণা করেন চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। 

সরেজমিন দেখা গেছে, নগরের জিইসি মোড়, ওয়াসা মোড়, লালখান বাজার ও চট্টেশ্বরী রোড এলাকায় সেনা সদস্যরা যানবাহন তল্লাশি করছেন।

এদিকে সারা দেশে সংঘাত-সংঘর্ষের ঘটনায় আজ রবিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে। এছাড়া আজ বিকেলে সরকার এক নির্বাহী আদেশে আগামীকাল সোমবার থেকে তিনদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে।.

সিভয়েস/আরআর

আরও পড়ুন:

সর্বশেষ

পাঠকপ্রিয়

: