চট্টগ্রামে আহতের সংখ্যা দেড় শতাধিক ছাড়ালো, অধিকাংশ গুলিবিদ্ধ
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনায় আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় শতাধিক।
রবিবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১২ বছর বয়সী এক শিশুসহ ১৬৫ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অধিকাংশ গুলিবিদ্ধ বলে চিকিৎসকরা জানিয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ৩জন আইসিইউতে ভর্তি। তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এদিকে একের পর এক আহতের সংখ্যা বাড়ায় স্ট্রেচার, ট্রলির সংকট দেখা দিয়েছে চমেক হাসপাতালে। এ সময় জরুরি বিভাগ থেকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে নিতে গিয়ে স্ট্রেচার না পেয়ে কোলে-কাঁধে নিয়ে ওয়ার্ডের এ মাথা ও মাথা ছোটাছুটি করছেন রোগীর সঙ্গে আসা লোকজন।
১২ বছর বয়সী গুলিবিদ্ধ আহত ওই শিশুর নাম শাহাদাত হোসেন। তার পুরো শরীরে ছররা গুলির আঘাত রয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোমিন উল্লাহ ভূঁইয়া। শিশুটি বর্তমানে চমেকের ৮৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।