জহুর হকারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের জহুর হকার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে সেখানে ফায়ার সার্ভিসের দুই স্টেশনের ৪টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
রবিবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জহুর হকার মার্কেটের কোর্ট হিল নামক স্থানে ২২ নম্বর গলিতে আগুন লাগার এ ঘটনা ঘটে।
বিষয়টি সিভয়েস২৪-কে নিশ্চিত করে চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মোকাররম বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে আমরা জহুর হকার মার্কেটে আগুন লাগার খবর পাই। নন্দনকানন এবং চন্দনপুরা ফায়ার স্টেশন এর চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ সক্ষম হই। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।’