চিকিৎসকদের নিরাপত্তায় চমেক হাসপাতালে বিজিবি মোতায়েন
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসকদের ওপরে হামলা, হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।
বুধবার (৪ সেপ্টেম্বর) তিনি জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।