Cvoice24.com

ড. ইউনূসের আন্তর্জাতিক বিশেষ দূত হলেন সীতাকুণ্ডের লুৎফে সিদ্দিকী

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ২০:২৮, ৪ সেপ্টেম্বর ২০২৪
ড. ইউনূসের আন্তর্জাতিক বিশেষ দূত হলেন সীতাকুণ্ডের লুৎফে সিদ্দিকী

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত হলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্তান লুৎফে সিদ্দিকী। তার বাবা ওয়াই বি আই সিদ্দিকী ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ২০০০ সালের জুন পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন।

বুধবার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত পদে থাকাকালে লুৎফে সিদ্দিকী উপদেষ্টা পদমর্যাদার বেতন-ভাতা আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত আগস্ট . মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ সরকারের সদস্যসংখ্যা এখন পর্যন্ত ২১।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: