Cvoice24.com

কর্ণফুলীতে যুবকের অর্ধগলিত লাশ, মেলেনি পরিচয়

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২৪
কর্ণফুলীতে যুবকের অর্ধগলিত লাশ, মেলেনি পরিচয়

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। 

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণফুলী থানাধীন জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পাইপের গোড়া সুলতান বাপের বাড়ি সংলগ্ন কর্ণফুলী নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া লাশটি আনুমানিক তিন থেকে চার দিন আগের। বয়স আনুমানিক ৩৫ থেকে ৫০ বছর। লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে।

লাশ উদ্ধারের বিষয়টি সিভয়েস২৪’কে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরাম উল্লাহ। তিনি বলেন, 'দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা গিয়ে লাশটি উদ্ধার করি। এটি পচে গলে যাওয়ায় তার চেহারা বিকৃত হয়ে গেছে। তাই এখনো পরিচয় শনাক্ত করতে পারিনি।'

তিনি আরও বলেন, 'লাশটির পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। আমরা লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছি।'

সর্বশেষ

পাঠকপ্রিয়

: