সিএমপির ১৩ থানার ওসি বদল, জেলায় সংযুক্ত ১৭ ওসিরও পদায়ন
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। একইসাথে জেলা পুলিশে সংযুক্ত ১৭ থানার ওসিকে পদায়ন করা হয়।
রবিবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে খুলনা মেট্রোপলিটন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক পদমর্যাদার আরও ১০ জনকে বদলি করা হয়।
সিআইডিতে বদলি হলেন যারা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বদলি হওয়া ওসিদের মধ্যে ৫ জনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তারা হলেন—সদরঘাট থানার ওসি মোহাম্মদ ফেরদৌস জাহান, ডবলমুরিং থানার ফজলুল কাদের পাটোয়ারী, বন্দর থানার মো. মনজুর কাদের মজুমদার, ইপিজেড থানারমোহাম্মদ হোছাইন এবং পাঁচলাইশ থানার সন্তোষ কুমার চাকমা।
এদিকে, জেলা পুলিশের মধ্যে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুণ, সীতাকুণ্ড থানার কামাল উদ্দিন, সন্দ্বীপ থানার কবির হোসেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার মির্জা মোহাম্মদ হাসান, পটিয়া থানার জসীম উদ্দিন, বোয়ালখালী থানার আছহাব উদ্দিন, চন্দনাইশ থানার ওবায়দুল ইসলাম, সাতকানিয়া থানার মিজানুর রহমান এবং লোহাগাড়া থানার মো. রাশেদুল ইসলামকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।
নৌ-পুলিশে বদলি হলেন যারা
সিএমপির চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে। তারা হলেন—কোতোয়ালী থানার ওসি এস.এম ওবায়েদুল হক, চকবাজার থানার মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর, হালিশহর থানার কায়সার হামিদ এবং আকবর শাহ থানার গোলাম রব্বানি।
ট্যুরিস্টে পুলিশে বদলি হলেন যারা
সিএমপির চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির এবং পাহাড়তলী থানার কেপায়েত উল্লাহকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
অন্যদিকে, জেলা পুলিশের রাউজান থানার ওসি জাহিদ হোসেন এবং বাঁশখালী থানার তোফায়েল আহমেদকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়।
পিবিআইতে বদলি হলেন যারা
সিএমপির কর্ণফুলী থানার ওসি জহির উদ্দিন এবং খুলশী থানার কবিরুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী থানার ওসি মো. মনিরুজ্জামান, ফটিকছড়ি থানার মীর নুরুল হুদা, ভূজপুর থানার মো. কামরুজ্জামান এবং রাঙ্গুনিয়া থানার চন্দর কুমার চক্রবর্তীকে পিবিআইতে পদায়ন করা হয়।
এছাড়া, আনোয়ারা থানার ওসি মোল্লা জাকির হোসেনকে রেলওয়ে রেঞ্জে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলিকৃত পুলিশ সদস্যদের বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায়, ১২ সেপ্টেম্বর হতে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্ত) বলে গণ্য হবেন।