চসিক কার্যালয়ে অটোরিকশা চালককে বেধড়ক পিটুনি
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কার্যালয়ের সামনে দিয়ে যাওয়া এক সিএনজি অটোরিকশা চালককে বেধড়ক মারধর করেছেন সংস্থাটির নিরাপত্তাকর্মীরা। আধঘণ্টা ধরে চসিক কার্যালয়ে আটকে রেখে সেখানেও লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় ওই চালককে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে নগরের টাইগারপাস চসিকের অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, চসিক কার্যালয়ের সামনের সড়ক দিয়ে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় নিরাপত্তাকর্মী ওই চালককে থামানোর চেষ্টা করেন। কিন্তু চালক বাধা না মেনে সামনে যাওয়ার চেষ্টা করেন। তখনই অতর্কিত কিল-ঘুষি মেরে তিন-চারজন নিরাপত্তাকর্মী মিলে ওই চালককে ধরে নিয়ে যান চসিক ভবনের একটি কক্ষে। কথাবার্তার মাঝখানে এক নিরাপত্তাকর্মী এসে চালককে থাপ্পড় আর কিল-ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে তাকে লাঠি দিয়েও পেটানো হয়। তবে চালক বারবার তার ভুল স্বীকার করে ক্ষমাও চান। তবু মাফ পাননি।
পরে আধাঘণ্টা সেখানে আটকিয়ে রেখে ওই চালককে ছেড়ে দেওয়া হয়।
মারধরের শিকার অটোরিকশা চালক সিভয়েস২৪’কে বলেন, ‘আমি বুঝতে পেরেছি আমার অন্যায় হয়েছে। আমি উনাদের বাধা মানিনি। তাই বলে এমন নির্দয়ভাবে মারতে হবে আমাকে! এই অন্যায়ের বিচার আমি আল্লাহর ওপর ছেড়ে দিলাম।’
চালককে মারধরের বিষয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনো রাজি হননি। তারা উল্টো প্রতিবেদককে বিষয়টি এড়িয়ে যেতে বলেন।
চালককে মারধরের বিষয়টি স্বীকার করে চসিকের নিরাপত্তা প্রধান আবুল কালাম আজাদ সিভয়েস২৪’কে বলেন, ‘ওই চালককে গাড়ি থামানোর জন্য সংকেত দেওয়া হয়। তিনি না মেনে আরেকজনের গায়ের ওপর দিয়ে চালিয়ে সামনের দিকে চলে যান। তাই উনাকে ধরে আমাদের একটি রুমে বসিয়ে রাখি। একজন নিরাপত্তাকর্মী তাকে কয়েকটি থাপ্পড় ও কিল-ঘুষি দিয়েছে। পরে যাত্রীদের অনুরোধে এবং চালক নিজের দোষ স্বীকার করার কারণে ছেড়ে দেওয়া হয়।’
সিভয়েস/মিমু
আরও পড়ুন: