Cvoice24.com

ভারী বৃষ্টির সতর্কবার্তা, পাহাড়ধসের শঙ্কা

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৩, ১০ সেপ্টেম্বর ২০২৪
ভারী বৃষ্টির সতর্কবার্তা, পাহাড়ধসের শঙ্কা

আগামী ৭২ ঘণ্টার জন্য চট্টগ্রামে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাহাড় ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এই সতর্কবার্তা জারি করে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কোথাও কোথাও আগামীকাল (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও পাহাড় ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: