Cvoice24.com

কালামিয়া বাজারে ভোক্তার অভিযান
নষ্ট মরিচের গুঁড়া তৈরি, মিল মালিককে জরিমানা

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১১, ১০ সেপ্টেম্বর ২০২৪
নষ্ট মরিচের গুঁড়া তৈরি, মিল মালিককে জরিমানা

চট্টগ্রাম নগরের কালামিয়া বাজারে নষ্ট মরিচের গুঁড়া তৈরি করে বিক্রির অপরাধে এক মিল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ওই এলাকার নজীব আহমেদ সওদাগরের মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করে সংস্থাটি। অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় সঙ্গে ছিলেন সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ এবং নাসরিন আকতারসহ বাকলিয়া থানা পুলিশের একটি টিম।

উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, ‘হাজী নজীব আহমেদ সওদাগরের মরিচের মিল এলাকায় সবার পরিচিত। দোকানটিতে স্বল্প দামে বিক্রি করা হয় নিত্য প্রয়োজনীয় মসলা। নষ্ট পচা মরিচের সাথে ফটকা মরিচ মিশিয়ে স্বল্পমূল্যে গুড়া বিক্রি করা হতো। নোংরা পরিবেশে খাবারের অনুপযোগী মসলা বিক্রি প্রমাণিত হওয়ায় আমরা প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছি।’

সিভয়েস/শুব

সর্বশেষ

পাঠকপ্রিয়

: