Cvoice24.com

বায়েজিদে ব্যাটারিচালিত রিকশাকে ট্রাকের ধাক্কা, প্রাণ হারালো মাদ্রাসাছাত্রী

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০২৪
বায়েজিদে ব্যাটারিচালিত রিকশাকে ট্রাকের ধাক্কা, প্রাণ হারালো মাদ্রাসাছাত্রী

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার বটতল (ট্যানারি বটতল) এলাকায় রাসায়নিকবাহী ট্রাকের ধাক্কায় ফারজানা জান্নাত মুনতাহা (৮) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিশুটির মরদেহটি উদ্ধার করে হাসাপাতালে পাঠিয়েছে পুলিশ। ট্রাক‌টি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।  

নিহত মুনতাহা একই থানার মাইজপাড়া এলাকার আবুল হাসেমের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়ে‌জিদ বোস্তা‌মি থানার কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। তিনি জানান, হাটহাজারী-চট্টগ্রাম সড়কের ট্যানারি বটতল এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে রাসায়নিকবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা মুনতাহা নামে শিশুটি ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাত‌দন্তের জ‌ন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক‌টি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: